নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মত ঢাকার দোহার উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বই উৎসব। বুধবার সকাল থেকে নতুন বইয়ের রঙিন আনন্দে শামিল হতে স্কুলে স্কুলে উপস্থিত হয় শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার আনন্দেও শামিল হন জনপ্রতিনিধি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সকালে উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এস এম খালেক, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ ও সুরুজ আলম সুরুজ সহ আরও অনেকে।
এরপরে বেগম আয়েশা বালিকা স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে যোগ দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের কর্মকর্তারা।
এই নিউজের ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন-
মন্তব্য করুন