ঢাকার দোহারে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল থেকেই লকডাউনে সাধারণ মানুষকে ঘরে থাকতে ও মাস্ক পরিধান নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
লকডাউনে সরকারের দেয়া ১১ দফা নির্দেশনা মানাতে সতর্কতামূলক প্রচারণা চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় স্বল্প আয়ের মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পুলিশের পাশাপাশি সহযোগীতা করছেন (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ এর ২ প্লাটুন সদস্য।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এ অভিযান রাত পর্যন্ত চলবে।
Leave a Reply
You must be logged in to post a comment.