ঢাকার নবাবগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে নবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১৫ জনে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, ৩ ও ৪ এপ্রিল পাঠানো ১০০ নমুনা হতে ৫০ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন সনাক্ত হয়েছে ১৮জন।
সূত্র আরও জানায়, এ পর্যন্ত উপজেলায় ৫৬০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ৮১৫ জন। সুস্থ হয়েছেন ৭৪১ জন এবং চিকিৎসাধীন আছেন ৬১ জন। এছাড়া মৃত্যুবরণ করেছে ১৩ জন। তবে এখনো ৫০ জনের রিপোর্ট পাওয়া যায়নি।
মন্তব্য করুন