1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ অপরাহ্ন

মাস্ক না পরায় দোহারে ছয়জনকে জরিমানা

রিপোর্টার:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৬৫৪ বার দেখা হয়েছে

মাস্ক ব্যবহার না করার দায়ে ঢাকার দোহার উপজেলার মেঘুলা বাজারে অভিযান চালিয়ে ছয়জনকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ জনকে জরিমানা করা হয়েছে। এসময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং জনসচেতনামূলক প্রচার চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ