1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সেপটিক ট্যাংক বিষ্ফোরণে আহত ১

সিনিয়র প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৭৩১ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি মার্কেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিষ্ফোরণ ঘটে এক শ্রমিক আহত হয়েছে।

সোমবার রাতে উপজেলার বাগমারা বাজারের হাজী শফিউদ্দিন সুপার মার্কেটের দোলা ডেন্টাল কেয়ারের ভিতরের সেপটিক ট্যাংকটি বিষ্ফোরিত হয় বলে বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেন্টু জানান।

আহত মোঃ রানা উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের সমসাবাদ গ্রামের বাসিন্দা। চুক্তিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করার কাজ করে সে।

প্রত্যক্ষদর্শী বাগমারা বাজারের ব্যবসায়ী ও বণিক সমিতির কার্যকরী সদস্য মোঃ শাহজাহান জানান, রাত সাড়ে ১১টার দিকে ওই মার্কেটের নিচ তলায় দোলা ডেন্টাল কেয়ারের ভিতরে থাকা সেপটিক ট্যাংক পরিষ্কার করার কাজ করছিল ওই শ্রমিক। ট্যাংক পরিষ্কার করার জন্য ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে মেশিন দিয়ে তাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ট্যাংক পরিষ্কার করার কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে ট্যাংকে বিষ্ফোরণ ঘটলে ঢাকনা উড়ে যায় এবং ডেন্টাল কেয়ারের একাংশের সম্পূর্ণ গ্লাস, সিলিং থাই, দুুটি ফ্যান, ছয়টি লাইট ও সাইনবোর্ডসহ বিভিন্ন সরঞ্জামাদি ভেঙ্গে যায়। এসময় শ্রমিক রানা দোকানের বাহিরে থাকায় সে সামান্য আহত হয়েছে।

বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সেন্টু জানান, ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার কোনো মাধ্যম না থাকায় দীর্ঘদিনের জমে থাকা গ্যাস থেকেই বিষ্ফোরণের এ দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ট্যাংক থেকে গ্যাস বের হওয়ার ব্যবস্থা করার জন্য ওই মার্কেটের মালিককে তাগিদ দেওয়া হবে।

দোলা ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী ডাঃ সাদ্দাম জানান, দুর্ঘটনায় তার লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জলিল জানান, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ