ঢাকার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আড়াই মণ (১০০ কেজি) জাটকা জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় এর সঙ্গে জড়িত চারজনকে জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে এ অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৬টা হতে উপজেলায় মৈনট ঘাট, জয়পাড়া বাজার, থানার মোড় ও পালামগঞ্জ বাজারে অভিযান চালিয়ে আড়াই মণ (১০০ কেজি) জাটকা জব্দ করেন ভ্রাম্যমান আদালত। এসময় জাটকা বিক্রির দায়ে চারজনকে ১০ হাজার জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।
পরে জব্দকৃত জাটকা দুইটি এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা ও নৌ-পুলিশ।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন