ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার সামসুল আলম পোখরাজ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন গুণী এই ব্যক্তি। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। শনিবার বাদ যোহর কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পেশাগত জীবনে কে এস আলম পোখরাজ রাজ ওভারসিজ’এর কর্ণধার ছিলেন। সমাজ উন্নয়ন, শিক্ষা, মানবিক কর্মকান্ড, কর্মসংস্থান সবক্ষেত্রেই ভূমিকা ছিল এই সূর্য সন্তানের। নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ হয়েছে তাঁর ব্যক্তিগত অর্থায়নে। এ ছাড়া বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়, উপজেলার অন্যতম বিনোদন পার্ক আদনান প্যালেস পার্কের প্রতিষ্ঠাতা এবং কলাকোপা কোকিল প্যারি উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান ছিলেন তিনি। তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও।
Leave a Reply
You must be logged in to post a comment.