এতদ্বারা পেশাজীবী (প্রকৌশলী ও স্থপতি) এবং পেশাজীবী প্রতিষ্ঠানের মালিকগনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দোহার পৌরসভা এলাকার মধ্যে ব্যক্তি/প্রাতিষ্ঠান পর্যায়ের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ইমারতের নকশা প্রণয়ন কার্য সম্পাদনের জন্য যোগ্যতা অনুযায়ী তালিকাভূক্তির নিমিত্তে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আগ্রহী সকল পেশাজীবী (প্রকৌশলী ও স্থপতি) এবং পেশাজীবী প্রতিষ্ঠানের তালিকাভূক্তির জন্য নির্ধারিত তারিখের মধ্যে ১০০০.০০(এক হাজার) টাকা নগদ (অফেরত যোগ্য) প্রদান পূর্বক পৌরসভা কার্যালয় হতে তালিকাভুক্তির ফরম সংগ্রহ করে আবেদন করার জন্য অনুরোধ করা হলো। আবেদন পত্রের সহিত মেয়র, দোহার পৌরসভার অনুকূলে নগদ/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আকারে তালিকাভূক্তি ফি জমা দিতে হবে। নিম্নে তালিকাভূক্তি ফি এবং আবেদনের তারিখ প্রদত্ত হলো।
উল্লেখ্য, তালিকাভূক্ত ব্যক্তি/প্রতিষ্ঠানকে দোহার পৌরসভার ‘‘ডিজাইন, টেস্টিং এন্ড কনসালটেশন সার্ভিসেস ’’[Design Testing and Consultation Services Project (DTCSP)] প্রকল্পের মাধ্যমে সমুদ্বয় কার্য সম্পাদন এবং Architectural Design (স্থাপত্য নকশা), Structural Design (কাঠামো নকশা), Electrical design (বৈদ্যুতিক নকশা) and Sanitary & Plumbing design (পয়: নিষ্কাশন এবং পানি সরবরাহ নকশা) এর ফি DTCSP হতে গ্রহণ করতে হবে।
ক্রমিক নং লাইসেন্স এর শ্রেনী তালিকাভূক্তি ফি(টাকা) তালিকাভূক্তির শেষ তারিখ
১ ২ ৩ ৪
১. ব্যক্তি(প্রকৌশলী ও স্থপতি) ৫,০০০.০০(পাঁচ হাজার) ৩০/০৩/২০২১ খ্রিঃ
২. পেশাজীবী প্রতিষ্ঠান ১০,০০০.০০(দশ হাজার)
প্রকৌঃ মো: মশিউর রহমান
নির্বাহী প্রকৌশলী
দোহার পৌরসভা, ঢাকা।
Leave a Reply
You must be logged in to post a comment.