ঢাকার দোহার উপজেলায় মিন্টু (৩০) নামক এক মাদকসেবীর কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মিন্টু উপজেলার চর লটাখোলা গ্রামের মজিবর মাতবরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর লটাখোলা গ্রামে নিজের মুদি দোকান থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। পরে তাকে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
মন্তব্য করুন