সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ ‘স্বর্ণপদক’ পেয়েছেন দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন আজাদ।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘করোনাত্তোর মানবিক বিশ্ব চাই’ শীর্ষক আলোচনা সভায় তাকে এ স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে করোনার কঠিন সময়ে যারা অসহায় মানুষদের পাশে ছিলেন এমন ৫০ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য আমজাদ হোসেন আজাদ কে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্বর্ণ পদকে ভূষিত করা হয়।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. শফিউল আলম সবুজের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ সহ বিশিষ্টজনরা।
এ বিষয়ে আমজাদ হোসনে আজাদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে আমি সবসময় সাধারণ মানুষদের পাশে থাকার চেষ্টা করি। এ সম্মান আমার একার নয়, কুসুমহাটি ইউনিয়নের সকলের।
মন্তব্য করুন