মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের ব্যক্তিগত তহবিল থেকে দোহার ও নবাবগঞ্জ উপজেলার ১০০টি ভূমি ও গৃহহীন দরিদ্র পরিবারের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা যায়, দোহার উপজেলায় ৪০টি ও নবাবগঞ্জে ৬০টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে দোহার উপজেলার জন্য ৫টি ঘর বরাদ্দ দেন।
দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, সালমান এফ রহমান দোহার ও নবাবগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছেন। এর ধারাবাহিকতায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে এবার দোহার ও নবাবগঞ্জের অসহায় পরিবারের জন্য ঘর বরাদ্দ দিয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে কয়েকটি ঘর বরাদ্দ দিয়েছি।
Leave a Reply
You must be logged in to post a comment.