ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হোটেল ও রেস্তোরাঁগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছেই। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি।
উপজেলার কালিগঞ্জ তেলঘাট ও নাজিরেরবাগ এলাকার ৫টি হোটেল ও রেস্তোরাঁয় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং ‘বিসমিল্লাহ কাবাব’ নামে একটি হোটেল সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা পারভীন তিন্নি বলেন, বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট আইন ২০১৪-এর বিধি মোতাবেক প্রতিটি হোটেল ও রেস্তোরাঁর লাইসেন্স এবং নিবন্ধন থাকার বাধ্যবাধকতা রয়েছে। ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া হোটেল ও রেস্তোরাঁ চালু করা যাবে না এই মর্মে সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একইসাথে দ্রুততম সময়ে লাইসেন্স ও নিবন্ধন করার জন্য ব্যবসায়ীদের নিকট নিবন্ধন ফরম সরবরাহ করা হয়েছে।
মন্তব্য করুন