পদ্মা, ইছামতি, কালীগঙ্গা নদীর পানি বাড়তে থাকায় ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দোহার উপজেলার নয়াবাড়ি, মাহমুদপুর, বিলাসপুর, সুতারপাড়া, নারিশা ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দোহার পৌরসভার কয়েকটি এলাকায়ও বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় নৌকা নিয়ে চলাফেরা করতে হচ্ছে মানুষকে।
এদিকে নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর, বারুয়াখালী, শিকারীপাড়া সহ কয়েকটি ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রামে বন্যার পানি প্রবেশ করায় পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এলাকাগুলোর অধিকাংশ নলকূপ ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.