ঢাকার দোহার উপজেলায় আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে। নতুন করে করোনা সনাক্ত হওয়া ৯ জনের মধ্যে দুইজনের বাড়ি উপজেলার শিলাকোঠা, দুইজনের বাড়ি জয়পাড়া, তিনজনের বাড়ি উত্তর জয়পাড়া, একজনের বাড়ি লটাখোলা। অন্য আরেকজন পূর্বের আক্রান্ত এক ব্যক্তি। পুনরায় তার পরীক্ষা করা হলে করোনা পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জয়পাড়ার একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের নবাবগঞ্জে কর্মরত।
সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।
ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
উল্লেখ্য যে, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ৬৩ জনের মধ্যে মৃত্যুবরণ করেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩২ জন। মৃত্যুবরণ করা দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।
Leave a Reply
You must be logged in to post a comment.