দোহার উপজেলার চরজয়পাড়া এবং দোহার পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল।
বুধবার বিকেলে উপজেলার চর জয়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে শুরু করে পর্যায়ক্রমে এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। যার প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, লবন, চিনি, সেমাই, ছোলা এবং মুড়ি।
শেখ আনারকলি পুতুল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দোহার নবাবগঞ্জ ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে আমি আমার পরিবারের অর্থায়নে দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় মানুষদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
Leave a Reply
You must be logged in to post a comment.