PRIYOBANGLANEWS24
১৭ ডিসেম্বর ২০২৪, ৩:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে চাঁদের পাহাড় বুক ক্যাফের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চাঁদের পাহাড় বুক ক্যাফের প্রথম বর্ষপূর্তিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের মোলাশীকান্দা এলাকায় ছবি আঁকা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার মোলাশীকান্দা উদ্যোগী সংঘের ক্লাব প্রাঙ্গনে সাহিত্য অনুষ্ঠান ‘বই পড়ার সেকাল একাল’ অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন গল্পকার ও সাংবাদিক অলাত এহ্সান। তিনি বলেন, ‘জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসে আমরা দেখি একটা পুকুর কেন্দ্র করে একটা গ্রামের পত্তন হচ্ছে। গ্রামায়ণের ইতিহাসই এমন নদী, পুকুর, বনের পাশে গ্রাম গড়ে উঠেছে। বড় বটগাছের নিচে বাজার বসছে। একটা লাইব্রেরি, বুক ক্লাব গ্রামের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠতে পারে। এখানেই চাঁদের পাহাড় বুক ক্যাফে গুরুত্বপূর্ণ। গত বছর বিজয় দিবসের দিনে এর সূচনা হয়ে আজ তার প্রথম বর্ষপূর্তি হলো। আমাদের উচিত হবে একে সমৃদ্ধ করা, বাড়িয়ে তোলা।’

সাংবাদিক এহ্সান আরো বলেন, ‘‘নব্বইয়ের দশকের প্রথম দিকে নবাবগঞ্জের একটা গ্রামে শিক্ষাজীবনের শুরুতে স্কুলে লাইব্রেরি থাকার ব্যাপারটাই আমাদের মাথায় ছিল। স্কুলে শিক্ষাদপ্তর থেকে পাওয়া ‘চারুপাঠ’, স্কুল ম্যাগাজিনই ছিল সে অর্থে ‘বাইরের বই’। পাঠ্য বইয়ের বাইরে পড়ায় শিক্ষকরাও তেমন উৎসাহ দিয়েছেন বলে মনে পড়ে না। বান্দুরা হলিক্রস উচ্চ বিদ্যালয়, সেন্ট ইউফ্রেজীস গার্লস হাইস্কুল, নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের বাইরে এই উপজেলায় কোনো মাধ্যমিক বিদ্যালয়ে লাইব্রেরি থাকার কথাই শুনিনি। ফলে আমার আগে ও পরে বড় একটা প্রজন্ম শিশু সাহিত্য পাঠ ছাড়াই শৈশব-কৈশোর পার করেছে। ফলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে শহরের ছেলেমেয়েদের সঙ্গে অসম্ভব, অসম্ভব প্রতিযোগিতায় পড়তে হয়; সেখানে শিক্ষক যে উদাহরণ টেনে কথা বলেন, তা বুঝতেই কষ্ট হয় গ্রাম থেকে যাওয়া ছেলেমেয়ের।

একই অবস্থায় পড়তে হয়েছে আমাকে, ঢাকার বাইরে একটা মফস্বল জেলা শহরের কলেজে পড়াকালে নিভৃত লাইব্রেরিতে পড়ে নিজেকে তৈরি করতে হয়েছে। কিন্তু শিশু-কিশোর সাহিত্য পাঠের যে ঘাটতি, তা এখনো আমার মধ্যে রয়ে গেছে।

একটা উপজেলা শহর, প্রবাসী অধ্যুসিত এলাকা, প্রভাবশালী ধনী রাজনীতিকদের নির্বাচনী আসন হলেও নবাবগঞ্জে এখনো সরকারি কোনো লাইব্রেরির হয়নি, ব্যক্তিগত উদ্যোগে সমৃদ্ধ পাবলিক লাইব্রেরি গড়ে উঠেনি। অর্থনৈতিক উন্নতি, পাকা ঘরবাড়ি, আধুনিক প্রযুক্তির সঙ্গে যদি ঘরে ঘরে দুই-দশটা আউট বুক ঢুকত, পড়ার চর্চা হতো, তাহলে নবাবগঞ্জের চিন্তা-সাংস্কৃতিক উন্নতি হতো। সেটাই এখন জরুরি।’’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাবেক পরিচালক কবি আমিনুর ইসলাম সুলতান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদের পাহাড় বুক ক্যাফের অনুষ্ঠানে আমি কঁচি-কাঁচাদের ছবি আঁকা উৎসবে স্বর্তফূর্ততা দেখে আমরা মনটা আনন্দে ভরে উঠেছে। ওরাই আগামীর ভবিষ্যত। ওদেরকে আগামীর জন্য আমাদের গড়ে তুলতে হবে। মোলাশীকান্দা উদ্যোগী ক্লাবের মাঠ আজ শিশু কিশোরদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। গ্রামে এমন দৃশ্য খুব কমই দেখা যায়। ওদেরকে এগিয়ে নিতে যেতে হবে। চাঁদের পাহাড় বুক ক্যাফে একটি স্বপ্ন নিয়ে গত বছর যাত্রা শুরু করেছিল জেমস আনজুস। এক বছরে অনেক পূর্ণতা পেয়েছে চাঁদের পাহাড় বুক ক্যাফে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা জেমস আনজুস একজন আশাবাদী মানুষ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কথাসাহিত্যিক তানজিনা হোসেন, মুম রহমান, কবি সাকিরা পারভিন, কবি পিয়াস মজিদ, নির্মাতা ও অভিনেত্রী লুসি তৃপ্তি গমেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদের পাহাড় বুক ক্যাফের উপদেষ্টা ও গল্পকার খোকন কোড়ায়া। স্বাগত বক্তব্য রাখেন চাঁদের পাহাড় বুক ক্যাফের প্রতিষ্ঠাতা জেমস আনজুস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আল হাসান।

অনুষ্ঠানের শেষ পর্বে ছবি আঁকা উৎসবে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলমন্তচর স্পোটিং ক্লাবের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

স্থানীয় অনুদানে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

নবাবগঞ্জে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৪

শিলাকোঠায় শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

নবাবগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের চরম সংকট, বিপাকে সাধারণ মানুষ

নবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

নবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

১০

বেগম জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নজরুল ইসলামের শোক

১১

১৫ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে যাচ্ছে আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা

১২

নবাবগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এয়ারপোর্ট টু তিনশ ফিট সংবর্ধনা স্থল

১৪

দোহারে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৫

নবাবগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

১৬

নবাবগঞ্জ ও দোহারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিন

১৭

একই মঞ্চে আশফাক- মেহনাজ, উৎফুল্ল নেতাকর্মীরা

১৮

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন গ্রেপ্তার

১৯

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ওসমান হাদি’র প্রাণ হারানোর ঘটনায় ডিআরই ‘র শোক

২০