ঢাকার দোহার উপজেলার নারিশা বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধা সাতটার দিকে ওই বাজারের কাছে একটি অটোরিকশার গ্যারেজে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বন্ধ গ্যারেজের ভেতর থেকে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে দোহার ফায়ার সার্ভিসে ফোন দিলে একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যারেজটি বন্ধ থাকায় কোন হতাহতের কোন ঘটেনি। তবে ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে গেছে। অগ্নিকান্ডের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি।
মন্তব্য করুন