সরকার নির্ধারিত সময়ের বাইরে দোহার উপজেলার কোন স্থানে দোকান ও শপিং মল খোলা রাখলেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।
সোমবার (১১ মে) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার পরিদর্শণে এসে এ ঘোষণা দেন তিনি। এসময় নির্ধারিত সময় বিকেল চারটার পর অনেক দোকান ও শপিং মল খোলা দেখতে পান তিনি। সরকারি নির্দেশনা না মানায় চার ব্যবসায়ীকে জরিমানাও করেন এই নির্বাহী ম্যাজিষ্ট্রেট। বাজারের ব্যবসায়ীদের সচেতন করতে হ্যান্ডমাইকে নির্ধারিত সময়ের বাইরে দোকানপাট খোলা না রাখতে অনুরোধ করেন তিনি।
জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা রাখার সময় বেঁধে দিয়েছে। এই সময়ের আগে বা পরে কেউ দোকানপাট খোলা রাখলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি, অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাইরে না আসার অনুরোধ করে করোনা সংক্রমন রোধে সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.