1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

নবাবগঞ্জে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে মনিটারিং কার্যক্রম পরিচালনা

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ সহ অন্যান্য জিনিসপত্রের মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে উপজেলার কোমরগঞ্জ, আগলা, গালিমপুর বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা করেছেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম। মঙ্গলবার দুপুরে প্রশাসনের উদ্যোগে সদর নবাবগঞ্জ বাজার মনিটারিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পাইকারী ও খুচরা বাজারের কাঁচা ও পাকা ভাউচারসমূহ পর্যবেক্ষণ করেন। যারা সঠিকভাবে ভাউচার সংরক্ষণ করেনি তাদেরকে সতর্ক করা হয়। একইসাথে, অধিক লাভের আশায় কেউ যেন উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রি এবং বিধিবহির্ভূতভাবে পেঁয়াজ মজুত না করে সে বিষয়ে সতর্ক করা হয়।

মনিটারিং কার্যক্রম পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম বলেন, ঢাকা জেলা প্রশাসন ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেটের নির্দেশে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ