ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের ১৬টি মন্দিরে উদযাপন হচ্ছে শারদীয় দূর্গা পূজা। রবিবার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন চন্দ্র বসাক নেতাকর্মীদের নিয়ে মন্দিরগুলো পরিদর্শন করেন। এসময় প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন তারা।
জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন চন্দ্র বসাক জানান, প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান সহ বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামীলীগের নেতাকর্মীরাও কাজ করছেন।
জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘেœ দুর্গা পূজা উদযাপনের জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার, বারুয়াখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী রমজানুল হক, জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রতন চন্দ্র বসাক, সাধারণ সম্পাদক জাহিদ হায়দার খোকন, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, জয়কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম খোকন, রাশেদ সম্রাট, দপ্তর সম্পাদক বিনয় ডেভিট গমেজ, প্রচার সম্পাদক এনামুল হক মিলন, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শ্রীদাম সরকার, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা, জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বিট অফিসার মোস্তফা কামাল।
Leave a Reply
You must be logged in to post a comment.