ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর- সাইকেল আরোহী নববিবাহিত এক যুবক নিহত হয়েছেন।
উপজেলার মডেল থানা এলাকার আব্দুল্লাহপুর-রামেরকান্দা বাঘাসুর খান বাড়ি সড়কে শনিবার এ দুর্ঘটনা ঘটে।
নিহত অর্কপ্রিয় হোসেন উরফে অংশু (২৫) উপজেলার মডেল থানাধীন রুহিতপুর কাঁচা এলাকার নাসিম হোসেনের ছেলে ও প্রয়াত ভাষা সৈনিক ইমদাদ হোসেনের নাতী।
নিহতের ফুপাতো ভাই রকিব বলেন, গেলো শুক্রবার অংশু বিয়ে করেছিল। আজ তাঁর নিজ বাসভবনে বৌভাতের অনুষ্ঠানের আয়োজন চলছিল। এ অনুষ্ঠানের কিছু জিনিসপত্র ও নিজের স্যুট আনার জন্য ভর দুপুরে সে নিজেই মোটরসাইকেল চালিয়ে ঢাকার এলিফ্যান্ট রোডের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে ওই সড়ক দিয়ে ফেরার পথে একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সে ছিটকে পরে গুরুতর আহত হয়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
অংশুমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সংশ্লিষ্ট থানায় খবর দেওয়া হয়েছে।
মন্তব্য করুন