করোনা পরিস্থিতিতে ঢাকার দোহারে খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে সরকারি ত্রাণ সহায়তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারি কমিশনার ভূমি জ্যোতি বিকাশ চন্দ্র বিভিন্ন এলাকায় অভিযানে গিয়ে দরিদ্র পরিবারগুলোর খোঁজ নিয়ে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এ সরকারি ত্রাণ। এছাড়া ফোন কলের ভিত্তিতেও ত্রাণ সহযোগিতা পৌঁছে দেয়া হচ্ছে বাড়িতে গিয়ে।
এরই অংশ হিসেবে বুধবার সকাল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবার, কর্মহীন তাঁতী, দরিদ্র ও ভুমিহীন পরিবার সহ ৭৫টি পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দেন আফরোজা আক্তার রিবা ও জ্যোতি বিকাশ চন্দ্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, সরকারি ত্রাণের সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রকৃতভাবে খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর পাশে থাকতে আমরা চেষ্টা করছি। কেউ ৩/৪ বার পাবে আবার কেউ ত্রাণ না পেয়ে না খেয়ে থাকবে এমনটা যেন না হয় সেদিকে আমরা তৎপর রয়েছি।
Leave a Reply
You must be logged in to post a comment.