দোহার উপজেলার জয়পাড়া বাজারের রমজান টাওয়ারের চতুর্থ তলায় দাদাীবাড়ি চাইনিজ এন্ড রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতাকেটে এর উদ্বোধন করেন দোহার পৌর মেয়র মু আলমাছ উদ্দিন। তিনি এই প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় এর উত্তর উত্তর কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন দোহার পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মাঝি, দোহার নবাবগঞ্জে উইভার্স কো- অপারেটিভ সোসাইটির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন, জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শাহিদুজ্জামান খন্দকার, রাইপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক পবন মল্লিক, প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ সুজন ও পরিচালক আবুবকর সিদ্দিক সহ জয়পাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
প্রতিষ্ঠানটির কর্ণধার মোঃ সুজন ও পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক জানান, খাবারের মানের দিকে আমাদের নজর বেশি থাকবে। আশা রাখবো আপনারা এই প্রতিষ্ঠানে আসলে অবশ্যই খাবারের স্বাদে মানটা নির্ণয় করতে পারবেন।
মন্তব্য করুন