দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রবীণ সাংবাদিক ঢাকার দোহার-নবাবগঞ্জ উপজেলার সংবাদদাতা মাহবুবুল হক খান বাদল (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামের মৃত তোজাম্মেল হক খানের জ্যেষ্ঠ ছেলে। তিনি দোহার নবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন।
মাহবুবুল হক খান বাদল দীর্ঘ দিন যাবত ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ভূগছিলেন। দুই মাস যাবত রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ইন্তেকাল করেন।
দুপুর ১২টায় নবাবগঞ্জ সদর শহীদ মিনার চত্বরে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ যোহর তার ২য় জানাযা শেষে আলগীচর কবরস্থানে দাফন করা হয়।
দুপুর দেড়টায় সাংবাদিকরা নবাবগঞ্জ প্রেসক্লাবে মাহবুবুল হক খান বাদলের স্মৃতি চারনে একটি আলোচনা সভা করেন।
মন্তব্য করুন