ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মাদক মামলার আসামি এক হাজতির মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ অবস্থায় ওই হাজতিকে হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. কাউসার ওরফে শফিক (৫২) ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ পরিদর্শক বাচ্চু জানান, শফিক মাদক মামলার আসামি ছিলেন। তার হাজতি নম্বর-৪৭৮৮৬। বুকে ব্যথা ও শ্বাসকষ্টের কারণে সে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
Leave a Reply
You must be logged in to post a comment.