ঢাকার দোহার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাইপাড়া, সুতারপাড়া ও মাহমুদপুর ইউনিয়নের প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন ও সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক মো. আবু জাফর রিপন, ঢাকা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক কুলসুম বেগম সহ ইউপি নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোহার উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম।
মন্তব্য করুন