ঢাকার দোহারে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহযোগীতায় মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল বায়েজিদ, দোহার থানার ওসি (তদন্ত) আজাহার ইসলাম, বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুলসুম বেগম, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক এস এম খালেক, দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি স¤্রাট মোল্লা সহ আরও অনেকে।
এ সময় ৩ বিভাগে ১৫ জনকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.