আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে “দুর্যোগে আগে সতর্ক বার্তা সবার জন্য কার্যব্যবস্থা” এই শ্লোগানে ঢাকার দোহারে আলোচনা সভা ও ভূমিকম্প এবং অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দোহার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এ প্রদর্শন সম্পন্ন হয়।

এসময় জয়পাড়া বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী, উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রশিক্ষন নেন।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. শামীম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আল সাঈদ, দোহার ফায়ার সার্ভিসের লিডার মো. আব্দুল হাদি সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
মন্তব্য করুন