খুলনার দৌলতপুর মহসিন মোড়ে শুক্রবার ( ২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনা সাহিত্য ও সমাজকল্যাণ সংগঠন এর ৮৫৯তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সভাপতি কবি ও ছড়াকার জিএম সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ও শিক্ষাবিদ ড: সন্দীপক মল্লিক, ব্যাংকার কবি রশিদ হারুন, আব্দুল গফফার, মনির হোসেন,শরিফ উদ্দিন টিটু,খান আক্তার হোসেন, ডাঃনিরাপদ বসাক, এমএহান্নান, শেখ মুজাফফার হোসেন, অশোক কুমার বল, তাপসি দাশ, ইউনুস আলী পিজিএস আব্দুর রহমান, ওমর ফারুক, আশিক ইকবাল, আব্দুস সাত্তার ও কবি আজগর আলী সহ আরো অনেকে। এর আগে গাঙচিলের পরিচালক খান আক্তারকে মোহনা সমাজ কল্ল্যান ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় এবং
কবিদের স্বরচিত কবিতা,গল্প উপন্ধ পাঠ শেষে তা গঠনমুলক আলোচনা করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করে প্রতিষ্ঠানটির সাধারন সম্পাদক মো: ওলিউর রহমান।
Leave a Reply
You must be logged in to post a comment.