কেরানীগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত
১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরনে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগ ও সরকারি ইস্পাহানী কলেজ ছাত্রলীগের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২১ আগষ্ট) দুপুরে সরকারি ইস্পাহানী কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে ও ইস্পাহানী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহজালাল অপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু। বিশেষ অতিথি হিসাবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, সাধারন সম্পাদক এহসান আরাফ অনিক, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা, ইস্পাহানী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর আলমসহ আরো অনেকে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য শিলারা ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি আলো বেগম, রুহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী, হযরতপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আয়নাল, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, বাস্তা ইউপি চেয়ারম্যান আশকর আলী, সাবেক শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন লিটন, ঢাকা জেলা শাখার সাবেক ছাত্রলীগের আহবায়ক এম এ এইচ আবিদ, ঢাকা জেলা দক্ষিন যুব মহিলা লীগের আহবায়ক রেশমা জামানসহ মডেল থানা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পরে আলোচনা সভা ও দোয়া শেষে ১ হাজার মানুষকে রান্না করা খাবার ও ৩০০ জন অসহায় মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন