নড়াইল ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের ঘটনাসহ দেশব্যাপি হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতনের প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
শুক্রবার বেলা ১২টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। শতাধিক নেতাকর্মী প্রতিবাদের ব্যানার নিয়ে মানবন্ধনে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নকুল মন্ডল, নবাবগঞ্জ উপজেলার সভাপতি উত্তম কুমার রায়, সাধারণ সম্পাদক রনজিৎ কুৃমার রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন