ঢাকা জেলার দোহার উপজেলার পর্যটন স্পট মৈনট ঘাটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী বুয়েটের আর্কিটেকচার বিভাগের ফাইনাল বর্ষের ছাত্র।
দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি ভ্রমন দল দোহারের পর্যটন স্পট মৈনটঘাটে ঘুরতে আসে। সন্ধার পরে তারা পদ্মানদীর তীরে অবস্থানরত একটি ড্রেজারের বলগেটে উঠে মোবাইলে সেলফি তুলছিলো। হঠাৎ কেউ একজন পানিতে পরে যাওয়ার শব্দ পায় তারা। পিছনে তাকিয়ে দেখে তাদের মধ্যে থেকে তারিকুজ্জামান সানি (২৫) নামে বুয়েটের শিক্ষার্থী নেই। তারা অনেক খোজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। ঘটনার পর থেকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুইটি ডুবরি দল।
নিখোজ সানী শরিয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকান্দির হারুনউর রশীদের ছেলে।
Leave a Reply
You must be logged in to post a comment.