ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিরাপদ অভিবাসন বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এর আয়োজন করেন ঢাকা জেলা কর্মসংস্থান অফিস, অভিবাসী তথ্য কেন্দ্র এবং আওয়াজ ফাউন্ডেশন।
ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলীমূর রহমান খান পিয়ারা এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
আওয়াজ ফাউন্ডেশনের পরিচালক (অভিবাসন) আনিসুর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আইসিএমপিডির তাহসিনুর রহমান, জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তার, আওয়াজ ফাউন্ডেশনের এমরান মোহাম্মদ খান প্রমুখ।
মন্তব্য করুন