বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র রোগ মুক্তি কামনায় ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুন) বিকেলে নয়াবাড়ি প্রবাসী ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুলুর সুস্থ্যতা কামনায় দোয়া ও সিলেটে বন্যাকবলিত মানুষদের জন্য দোয়া করা হয়।
প্রবাসী ফাউন্ডেশনের কার্যকরি সদস্য ফারুক হোসনের সভাপতিত্বে ও হাসিবুল হাসান দিনার এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মনির হোসেন ভূইয়া ।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাখাওয়াত হোসেন নান্নু, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুণ, নয়াবাড়ি ইউনিয়ন আ.লীগের সভাপতি বিল্লাল হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.শহিদ খাঁন, নয়াবাড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কাউন্সিল কমান্ডার মনির হোসেন মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী ফাউন্ডেশনের সহ-সভাপতি ফারুক মাদবর, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন , প্রবাসী কল্যঠু সম্পাদক আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আ: হালিম মিয়া, স্বেচ্ছাসেবক উপদেষ্টা লাভলু দেওয়ান, স্বেচ্ছাসেবী মো.লাভলু, মো সজিব হোসেন, মো. শাকিব প্রমুখ।
মন্তব্য করুন