ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু সভায় সভাপতিত্ব করেন। সভায় হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, কমিটির সদস্যদের তৎপরতা বৃদ্ধিসহ হাসপাতালের সেবা কার্যক্রম আরও গতিশীল করতে আলোচনা করা হয়।
মতামত প্রকাশ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম, থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. রবিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মো. ইব্রাহীম খলিল, পলাশ চৌধুরী, একেএম মনিরুজ্জামান তুহিন প্রমুখ।
মন্তব্য করুন