ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শুদ্ধাচার, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দলিল লেখকগণের জন্য ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আব্দুল ওয়াছেক মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করেন নবাবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্টার কার্যালয়।
দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু।
এ সময় দলিল রেজিষ্ট্রি নিয়মনীতি নিয়ে প্রশিক্ষণ বিষয়ক বক্তব্য প্রদান করেন ঢাকা জেলা রেজিষ্টার সাবিকুন নাহার। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সাব-রেজিষ্টার মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারি মো. মাসুদুর রহমান, নবাবগঞ্জ উপজেলা দলিল লেখক ও ষ্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি মো. সোরহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোনায়েম খান, সাবেক সভাপতি খালেদ খান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সিনিয়র দলিল লেখক সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীনসহ সমিতির কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ ও অন্যান্য লেখকগণ।
মন্তব্য করুন