ঢাকার দোহারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের সাড়ে তিন শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এসময় নির্মল রঞ্জন গুহ বলেন, পবিত্র ঈদুল ফিতর ও রমজানে নিম্ন আয়ের মানুষের পাশে থাকতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবক লীগ। দোহার ও নবাবগঞ্জে পর্যায়ক্রমে পাঁচ হাজার নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মাহবুব বেপারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাজারুল ইসলাম রাকিব, বাসার মুন্সি, শফিকুল ইসলাম তালুকদার, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল সহ আরো অনেকে।
মন্তব্য করুন