ঢাকার নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক স্বপন রানী বক্সী (৭১) পরলোক গমন করেছেন। রবিবার ভোর ৩টার দিকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত খাদ্যনালীর ক্যান্সারে আক্তান্ত ছিলেন।
স্বপন রানী বক্সী সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্তের স্ত্রী ও উপজেলা কোভিড-১৯ সৎকার কমিটির সভাপতি অনুপম দত্ত নিপুর মা। মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র পুত্র, পুত্রবধূ, দুই নাতনীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। সদালাপী, মিষ্টভাষী, সাহিত্য ও সংস্কৃতিমনা সাদামনের এ মানুষটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার বেলা সাড়ে ১১টায় কলাকোপা মহাশ্মশানে তাঁর মরদেহের শেষকৃত্য করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.