একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ঢাকার দোহার উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া
উপজেলার নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএহান্নান, রাসেদ চোকদার, তৈয়বুর রহমান তরুন, কাদের মন্ডল ও মোঃ আলমগীর হোসেন এবং নবাগত ইউএনও মোবাশ্বের আলীকে দোহার উপজেলা পরিষদেরর পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
সোমবার বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে এ দুটি অনুষ্ঠান পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নবনির্বাচিত ইউএনও মোবাশ্বের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ফজলে রাব্বি, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফজলুল হক, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
Leave a Reply
You must be logged in to post a comment.