সারা দেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় দোহার নবাবগঞ্জ কলেজ মাঠ প্রাঙ্গণে গরু ছাগল ঘোড়াসহ বিভিন্ন জাতের পশু পাখির প্রদর্শন করা হয়।
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ও নবাবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনী বাস্তবায়ন করেন।
প্রদর্শনীতে ৫০ টি স্টল নিয়ে উপজেলার ছোট বড় খামারিরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রদর্শনী উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) অরুন কৃষ্ণ পাল।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আফরোজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।
উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান, কৃষিকর্মকর্তা মো.নাহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল, একেএম মনিরুজ্জামান তুহিন।
অনুষ্ঠান শেষে ৯ জন খামরারীকে পুরস্কার প্রদাণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.