ঢাকার নবাবগঞ্জে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চেয়ারম্যান ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও যুগান্তরের নিজেস্ব প্রতিবেদক আজহারুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবীদ মানবেন্দ্র দত্ত।
এসময় অনাড়ম্বর পরিবেশে ২৩ পাউন্ড কেক কাটার মধ্য দিয়ে, যমুনা গ্রুপের প্রতিষ্ঠা যুগান্তরের স্বপ্নদ্রষ্টা, দোহার নবাবগঞ্জের প্রিয় মানুষ, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন ও তার আত্মার মাগফেরাত কামনা করেন বক্তাগণ।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেতা জামলিুর রহমান শাখা, দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ রবীন্দ্র নাথ মন্ডল, ডা. হরগোবিন্দ পাল, ঢাকা জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিন, আওয়ামীলীগ নেতা ইউছুফ হারুন টিপু, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাহেব আলী, ব্যাংকার আনিছুর রহমান, গোলাম মোস্তফা বাবু, ব্যবসায়ী আমিনুর রহমান রশিদ, যুবলীগের রাকিব পত্তনদার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, জাপা নেতা খলিলুর রহমান, আব্দুস সালাম, শেখ আবুল হোসেন, আজিজুর রহমান শুভন, যুব নেতা যুবরাজ নাজিম আহমেদ, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা খলিল দেওয়ান, নারী নেত্রী রেশমা আজাদসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মন্তব্য করুন