ঢাকার দোহারে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। করোনা বিস্তার রোধে রবিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার থানার মোড় ও আয়েশা সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০টি মামলায় ১০ জনকে ১৭৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। অভিযানের সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি।
মন্তব্য করুন