ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বিদেশী রিভলভারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। যাকে সন্ত্রাসী বলছে র্যাব।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর র্যাব-১০ এর উপ মহাপরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) মাহফুজুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়া এলাকা থেকে সঞ্জয় সরকার (৩৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সঞ্জয় একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, অবৈধ ভূমি দখলসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার নিকট থেকে একটি বিদেশী রিভলভার, চারটি গুলি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.