1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পূর্বাহ্ন

মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে নবাবগঞ্জে লালন সন্ধ্যা

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫২৬ বার দেখা হয়েছে

মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় লালন সন্ধ্যার আয়োজন করেন কলাকোপা গ্রামের বন্ধু মহল। বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কলাকোপা পোদ্দার বাজার রথ খোলা মাঠে কুস্টিয়া জেলার স্বত্বধান লালন গোষ্ঠীর একক লালন সঙ্গীত পরিবেশন করা হয়।

এর আগে অলোচনা সভা করা হয়। সভাপতিত্ব করেন কলাকোপা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহীদ। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন, কলাকোপা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা মো. ইব্রাহিম খলিল, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির তথ্য ও গবেষনা সদস্য অসিম কুমার সরকার, ঢাকা জেলা দক্ষিণ তাঁতীলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নয়ন আলী, এডভোকেট এন্ড ট্যাস্ক কনসালট্যান্ট জজ কোর্ট মল্লিক জহিরুল হক দেলোয়ার, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ, ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মো.বজলুর রহমান।

সঙ্গীত অনুষ্ঠানে লালন শিল্পী সাহাবুল ও তার দল গান পরিবেশন করে লালন ভক্ত ও দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ