৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেপে উঠলো রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান। অবশ্য এখনো কোনো হতাহতের খবর মেলেনি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস বলছে, শুক্রবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৬টার দিকে এটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার।
ভূকম্পনের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা শহরের উত্তর-পশ্চিমে। আতঙ্কে ঘর থেকে অনেকেই বাইরে বেরিয়ে যান। দেশের বেশ কিছু জায়গায় ঘরের দেয়াল ফাটলের খবর মিলেছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, মিজোরামসহ বিভিন্ন স্থানে ছয় দশমিক এক মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।
সূত্র- চ্যানেল২৪
মন্তব্য করুন