1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন

দোহার ও নবাবগঞ্জের দুই সড়কেই বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন কাল

নিজস্ব প্রতিবেদক। প্রিয়বাংলা নিউজ২৪
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ৩৪২৬ বার দেখা হয়েছে

ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার দুই সড়কেই কাল শনিবার উদ্বোধন হতে যাচ্ছে বিআরটিসি বাস সার্ভিসের। দুই উপজেলার মানুষের আকাঙ্খিত এ সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন শুক্রবার সন্ধায় প্রিয়বাংলা নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, দোহার-শ্রীনগর-গুলিস্তান এবং বান্দুরা-নবাবগঞ্জ-গুলিস্তান সড়কে চলবে বাসগুলো। দোহারের লটাখোলা করম আলীর মোড় থেকে শনিবার বেলা দুইটায় ও নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বেলা তিনটায় বিআরটিসি বাস সার্ভিসের উদ্বোধন করবেন সালমান এফ রহমান এমপি।

তিনি জানান, দোহার উপজেলার লটাখোলা করম আলী মোড় থেকে ফুলতলা-শ্রীনগর হয়ে গুলিস্তান যাবে এ বাস। অন্যদিকে বান্দুরা থেকে মাঝিরকান্দা ও নবাবগঞ্জ উপজেলা সদর হয়ে গুলিস্তান সড়কেও চলবে বাসগুলো।

মো. আলমগীর হোসেন বলেন, সালমান এফ রহমানের ঐকান্তিক চেষ্টার কারণে মূলত দোহার ও নবাবগঞ্জ উপজেলার মানুষের অন্যতম দাবি বিআরটিসি বাস সার্ভিস শনিবার থেকে চালু হতে যাচ্ছে। আশা করছি, এ সার্ভিসের মাধ্যেমে দুই উপজেলার মানুষের পরিবহন সমস্যা সমাধানের মধ্য দিয়ে আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ