ঢাকার দোহারে স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের ৭ শতাধিক পরিবার ও মুকসুদপুর ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ সব বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক খান মো. আব্দুল মান্নান।
আরো উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, দোহার থানার ওসি মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিন উল ইসলাম, উপ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি, সহ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, সহ-সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, আজ ১ হাজার ও পর্যায়ক্রমে আরও ৪ হাজার পরিবারের মাঝে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে এ শুভেচ্ছা বিতরণ করা হবে।
মন্তব্য করুন