1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কেরানীগঞ্জ
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫৬৫ বার দেখা হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র ও হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। শনিবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ শাওন উদ্দিন (২৭) ও মোঃ সাইদুর রহমান (১৯)।

র‌্যাব-১০ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়েদুর রহমান জানায়, শনিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে ২টি ওয়ান শুটারগান, ৩টি কার্তুজের গুলি, ৩২২ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ৩২ লাখ ২০ হাজার টাকা, ১টি সুইজ গিয়ার চাকু ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ