স্বামীর বাড়ি থেকে শাহিনূর আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধায় ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তাবাহ্রা গ্রামে এ ঘটনা ঘটে। শাহিনুর ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।
শাহিনুরের শ্বশুর বাড়ির লোকজন জানান, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহিনুরকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আরার সাথে ঝুলে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক শাহিনুরকে মৃত বলে ঘোষণা করেণ।
তবে কি কারনে এমন ঘটনা ঘটেছে, এমন প্রশ্নে সন্তোষজনক কোন উত্তর দিতে পারেননি নিহত গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন।
বুধবার রাত সাতটার দিকে পুলিশ খবর পেয়ে হাসপাতালে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান তারা।
মন্তব্য করুন