1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন

নবাবগঞ্জে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত

নিজস্ব প্রতিবেদক.
  • আপডেট : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ১১২৪ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে মো. শামীম মির্জা (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। পূর্ব শত্রুতার জেরে এঘটনা ঘটেছে বলে জানা যায়।

আহত শামীম মির্জা উপজেলার ভাওয়ালিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শামীম মির্জা মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, গত ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সদর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তার উপর কাশিমপুর গ্রামের রবিন (১৮), জাহিদুল (২৫), সোহান (২৭) দলবল নিয়ে অতর্কিত হামলা করে। এসময় তারা লোহার রড, লাঠি ও খেলার ব্যাট দিয়ে তাকে এলোপাথারী মারধর করে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এঘটনায় শামীম মির্জা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় রবিন, জাহিদুল ও সোহান সহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

এব্যাপারে নবাবগঞ্জ থানার এসআই ইব্রাহিম বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ